
প্রধানমন্ত্রী ফ্যান ফ্যাক্ট।
খবর ১ : পঞ্চম শ্রেণীতে পিএসসি পরীক্ষা সংযোজন করা হয়েছে।
পিএম ফ্যান মন্তব্য : যুগোপযোগী সিদ্ধান্ত নেবার জন্য বিচক্ষণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ক্লাস ওয়ান, টু, থ্রি’তেও সমান গুরুত্বপূর্ণ পরীক্ষা সংযোজনেএ দাবী জানাচ্ছি। পরীক্ষার প্রেশার না থাকলে বাচ্চারা ঠিক হয়ে মানুষ হয় না।
খবর ২: তৃতীয় শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষা বাদ দেয়া হয়েছে।
পিএম ফ্যান মন্তব্য : যুগোপযোগী সিদ্ধান্ত নেবার জন্য বিচক্ষণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। পরীক্ষার প্রেশারে বাচ্চারা ঠিক মতো বেড়ে উঠতে পারছে না।
——
পানির রঙ বদলানোও কিন্তু বাংগালীর ভক্তিতে বদলানো ধারে কাছে যায় না।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।