
“কাশ্মীরের ভাগ লইয়া ভারত পাকিস্তানের দ্বন্দ্বের শেষ নাই। ওইদিকে চীন এক ভাগ দখল কইরা রাখছে ভারতের দিক থিকা অন্য ভাগ দখল করার আগেই পাকিস্তান চীনেরে দিয়া বইসা আছে খুশি করার লেইগা। মাগার দুনিয়ার কারো ভ্রুক্ষেপ নাই চীনের দিকে। সবার মাতামাতি ভারত পাকিস্তান লইয়া। “
এই ঘটনা থেকে আমরা কি শিখলাম?
“কাছাকাছি শক্তিশালীরা কামড়াকামড়ি করে। অধিক শক্তিশালী যা কিছু করুক কেউ দেখে না। পারে তো শক্তিমানেরে দিয়া থুইয়া খুশি কইরা নিজেরা আবার কামড়াকামড়ি করে।”